• ঢাকা
  • বুধবার, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:১১ পিএম
শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বন্ধের নির্দেশনা হাইকোর্টের
শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বন্ধের নির্দেশনা হাইকোর্টের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা যাচাই পরীক্ষা এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে হাইকোর্ট। এই পরীক্ষা আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই সিদ্ধান্ত দেন।.

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) এই আদেশ দেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বরের একটি অফিস আদেশও স্থগিত করা হয়, যেখানে পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল।.

কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন এবং দুজন অভিভাবক এই অফিস আদেশের বৈধতা নিয়ে ১০ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন।.

রিটকারীদের পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ আদালতে শুনানি করেন। তিনি বলেন, হাইকোর্টের আদেশের ফলে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা হবে না। তার অভিযোগ, শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে, যা হাইকোর্টের আগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।.

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা এক রিটের চূড়ান্ত শুনানির পর গত ৩ নভেম্বর হাইকোর্ট ওই সিদ্ধান্ত বাতিল করে দেন।.

আদালত তখন নির্দেশ দেন, ২০০৮ সালের নীতিমালা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এ জন্য ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।.

তবে এই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল করার আবেদন করেছে, যা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।.

এই অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নভেম্বর মাসে ‘মেধা যাচাই পরীক্ষা’ নামে নতুন একটি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়। আইনজীবী নিয়াজ মোর্শেদের অভিযোগ, বৃত্তি পরীক্ষার নাম বদলে দিয়ে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে।.

এ কারণেই হাইকোর্ট আপাতত পরীক্ষাটি এক মাসের জন্য স্থগিত করেছেন।.

.

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ