দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।.
নিহতরা হলেন- ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে তারিনী বর্মন (৪০) ও তার স্ত্রী ইতি বর্মন (৩৫)।.
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ইতি বর্মন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।.
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইতি বর্মন মারা যান।. .
Ajker Bogura / Md Ajmain Ekteder Adib
আপনার মতামত লিখুন: