• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

১৯৭১ সালে জনগণ তাদের দেখেছে: জামায়াতকে উদ্দেশ্য করে তারেক


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২৬ পিএম
১৯৭১ সালে জনগণ তাদের দেখেছে: জামায়াতকে উদ্দেশ্য করে তারেক
১৯৭১ সালে জনগণ তাদের দেখেছে: জামায়াতকে উদ্দেশ্য করে তারেক

তারেক বলেন, ‘...নতুন করে তাদের দেখার কিছু নেই। তখন তারা কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা-বোনদের সম্মান নষ্ট করেছে, সবই মানুষ জানে।.

'বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'কেউ কেউ বলে অমুককে দেখো, তমুককে দেখো। কিন্তু জনগণ তাদের ১৯৭১ সালেই দেখেছে। নতুন করে তাদের দেখার কিছু নেই। তখন তারা কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা-বোনদের সম্মান নষ্ট করেছে, সবই মানুষ জানে।'.

আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিউটে এক অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাত দিনব্যাপী 'বিএনপির দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এ কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।.

২০০১-০৬ সালে বিএনপির জোট সরকারের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'একমাত্র বিএনপিই দুর্নীতি রোধ করতে পারে। কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করতে পারব। বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল। পরে স্বৈরাচার সেই বাহিনী রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। সুতরাং দুর্নীতি, আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে।'.

তিনি বলেন, 'দেশ স্বাধীন হওয়ার পরে '৯০ এর স্বৈরাচার আন্দোলনের পরে বিভিন্ন সংকটের সময়ে যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তখন বিএনপি অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, উন্নতি করেছে। এই মুহূর্তে আমরা আগামী দুই মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। গত ১৬ বছর যে স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার দেশের প্রতিটি ক্ষেত্রকে কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে—তা আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি।'.

তিনি বলেন, 'জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। তাহলে কেন আমরা জনগণের সামনে দাঁড়াব না? আমাদের লক্ষ্য-দেশ ও জনগণকে নিয়ে। জনগণ যে সিদ্ধান্ত দেবে-আমরা তা মাথা পেতে নেব। আড়াই থেকে তিন বছর আগে, যখন স্বৈরাচার শক্ত হাতে মানুষের বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছিল-সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা মানুষের সামনে 'সংস্কার প্রস্তাব' দিয়েছিলাম, যা ৩১ দফা হিসেবে পরিচিত।'.

তিনি আরও বলেন, 'গত ৫ আগস্টের পর থেকে বারবার বলেছি-সামনের সময় ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে দেশের জনগণ-এবং জনগণকে সাথে নিয়ে বিএনপি। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায়-গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। জনগণের মতামত প্রতিষ্ঠিত করতে পারলে ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।'.

দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।. .

Ajker Bogura / suhani alam

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ