• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

মৃত আত্মীয়কে দেখে ফিরে সড়কে আরেক ট্র্যাজেডি: নিভে গেল দুই জীবন


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মৃত আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ। এই মর্মান্তিক ঘটনায় ইজিবাইকের চালকসহ আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনাজপুর সদর উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
শাশুড়ি-পুত্রবধূ নিহত নিহতরা হলেন, সদর উপজেলার ইথরাইল ইউনিয়নের নুনাইজ গ্রামের আজিজুর রহমানের স্ত্রী খাদিজা বেগম এবং রফিকুল ইসলামের স্ত্রী শেফালী (৩৮)। তারা পরস্পরের শাশুড়ি ও পুত্রবধূ।
পরিবার সূত্রে জানা যায়, শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটে শনিবার সকালে তাদের এক আত্মীয় (মাজেদা বেগম) মারা যান। সেই খবর পেয়ে খাদিজা বেগম ও শেফালীসহ পরিবারের অন্য সদস্যরা মিলে তাকে দেখতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই খাদিজা বেগম প্রাণ হারান। পরে আহতদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শেফালী মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক এ দুর্ঘটনায় আহত ৫ জন বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন শরিফা (৪৫), রওশনারা (৪০), আমেনা (৩৮), রাহেনা (৪৫) এবং ইজিবাইকের চালক খলিলুর রহমান (৩৫)। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ইজিবাইক চালক খলিলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক। নিহত খাদিজা বেগম ছিলেন আহত ইজিবাইক চালক খলিলুর রহমানের মা। স্বজন হারানোর শোকের মাঝে ছেলের আশঙ্কাজনক অবস্থার খবরে পরিবারে চলছে চরম উৎকণ্ঠা।
পুলিশের পদক্ষেপ দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ইজিবাইক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।.

.

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ