• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত অব্যাহত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে দুই দেশের সীমান্তে সংঘাত থামেনি। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে।.

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, কম্বোডিয়া সীমান্ত এলাকা থেকে সব সেনা প্রত্যাহার এবং স্থলমাইন অপসারণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়। তিনি জানান, জনগণ ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে।.

বিবিসির তথ্য অনুযায়ী, সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের চেষ্টায় থাই সেনারা রাতভর গোলাবর্ষণ চালিয়েছে। নতুন সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।.

এর আগে শুক্রবার ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেন, দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনালাপের পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং গোলাগুলি বন্ধ হবে। তবে থাইল্যান্ড বলছে, যুদ্ধবিরতির শর্ত এখনো পূরণ হয়নি।.

এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, শনিবার থাইল্যান্ড তাদের ওপর বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, থাই এফ-১৬ যুদ্ধবিমান থেকে একাধিক বোমা ফেলা হয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনীও অভিযান চলমান থাকার কথা স্বীকার করেছে।.

প্রসঙ্গত, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ শত বছরের পুরোনো। গত জুলাইয়ে এই সংঘাত আবার তীব্র হয়। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ করে আসছে।. .

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ