বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য চালু করা অনলাইন এপোস্টিল সনদ সেবাকে ঘিরে প্রতারণামূলক তৎপরতা বেড়ে যাওয়ায় মাইগভ ছাড়া অন্যকোনো লিংক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।.
শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ জানানো হয়।.
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মের আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইন এপোস্টিল কার্যক্রম পরিচালনা করছে। এ সেবার মাধ্যমে বিদেশগামী নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।.
অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই সেবার ফলে সময়, অর্থ ও শ্রমের উল্লেখযোগ্য সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি হওয়ায় এপোস্টিল সেবাটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে।.
তবে সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, একটি অসাধু চক্র ‘এপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্দেশ্যে তারা সরকারি ডোমেইনের অনুরূপ একাধিক জাল ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ইতোমধ্যে এমন দুটি জাল সার্টিফিকেট সংবলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট লিংকগুলো হলো,https://apostillemygovbd.news/.application-details/.7020251029 এবং https://apostille-mygovbd.com/-।.
এ ধরনের জাল ডোমেইন বন্ধ এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশ বরাবর পত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে https://apostile.mygov-bd.com/ এবং https://apostiller-bd.com/—এই দুটি জাল ডোমেইন বন্ধ করা হয়েছে। পাশাপাশি জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং অন্যান্য জাল ডোমেইন দ্রুত বন্ধ করার কার্যক্রম চলমান রয়েছে।.
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করার পাশাপাশি নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।.
এ অবস্থায় বিদেশগামী নাগরিকদের প্রতি https://www.mygov.bd/ ব্যতীত অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।. .
Ajker Bogura / Md Ajmain Ekteder Adib
আপনার মতামত লিখুন: