• ঢাকা
  • শনিবার, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

সৌদির মরুভূমিতে তুষারপাত! এক ঐতিহাসিক মুহূর্ত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১১ পিএম
সৌদিতে বিরল তুষারপাত। ছবি : সংগৃহীত
সৌদিতে বিরল তুষারপাত। ছবি : সংগৃহীত

বিরল তুষারপাতের দেখা মিলেছে সৌদি আরবে। দেশটির তাবুক ও হাইল অঞ্চলে বিরল তুষারপাত হয়েছে। এতে করে উৎসবে মেতেছেন স্থানীয়রা।.

শুক্রবার (১৯ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।.

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে সৌদি আরবের উত্তরাঞ্চলে বিরল তুষারপাত দেশটির বাসিন্দাদের জন্য এক ব্যতিক্রমী শীতকালীন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাবুক ও হাইল অঞ্চলের পাহাড়ি এলাকাগুলো হঠাৎ করেই তুষারে ঢেকে গেছে। এতে করে অনেকে ঘর থেকে বের হয়ে উদযাপন ও বিনোদনে মেতে ওঠে।.

গালফ নিউজ জানিয়েছে, জর্ডান সীমান্তসংলগ্ন জাবাল আল লাওজ এলাকায় পাহাড়ের চূড়াগুলোতে তুষার জমেছে। এই দৃশ্য উপভোগ করতে স্থানীয়রা পরিবার ও বন্ধুদের দল সেখানে জড়ো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, মানুষ তুষার ঢাকা ঢালে হাঁটছে, ছবি তুলছে, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছে এবং কেউ কেউ তাৎক্ষণিকভাবে বানানো সরঞ্জাম দিয়ে ঢাল বেয়ে স্কি করছে।.

সৌদি আরবের অন্যতম উঁচু শৃঙ্গ জাবাল আল লাওজে অনেককে বরফের ওপর থেকে দেখা যায়। হাসি-উল্লাসের মধ্য দিয়ে তারা এই বিরল শীতকালীন সুযোগ উপভোগ করে। স্কি করা ও তুষারের মধ্যে খেলাধুলার ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়, যেখানে অনেকেই এই অভিজ্ঞতাকে ‘ঐতিহাসিক’ ও ‘ভোলার নয়’ বলে বর্ণনা করেছেন।.

সৌদি গণমাধ্যম জানিয়েছে, হাইলের বিভিন্ন অংশ ও এর পশ্চিমাঞ্চলেও তুষারপাত হয়েছে। পাশাপাশি রিয়াদের উত্তরে আল ঘাত এলাকায় হালকা তুষারপাতের ছবি শেয়ার করেছেন স্থানীয়রা। এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে, যা সম্ভবত কয়েক দশকের মধ্যে প্রথম।. .

Ajker Bogura / মো. সাইমুম জাহান

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ