• ঢাকা
  • সোমবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনের সিদ্ধান্ত জানাবেন সাবেক মেয়র খোকা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনের সিদ্ধান্ত জানাবেন সাবেক মেয়র খোকা

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আলহাজ্ব জানে আলম খোকা। তবে নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সাংবাদিক আব্দুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে জানে আলম খোকা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা জানি। তিনি ফেরার পর হাতে আরও দুই দিন সময় থাকবে। আমি মূলত ২৭ ডিসেম্বরের পর আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। যদি জনগণ চায়, তবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।
নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী। দলের ভেতরেই কিছু ব্যক্তি আছেন যারা চান না আমি এই দলে থাকি। কিন্তু কে কী চাইল, সেটি আমার কাছে বড় বিষয় নয়। আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলসহ নিয়মিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে তিনি শেরপুরে একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা করছেন। প্রশাসনের অনুমতি পেলে শিগগিরই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় শেরপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন: সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি সবুজ চৌধুরী, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক জাহিদ হাসান, এছাড়াও সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, শরিফ, শুভ, লিমন, রোকন, রঞ্জন, তোফায়েল আহম্মদ, ওমর ফারুক ও আব্দুল মোমিনসহ স্থানীয় সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।.

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ