• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

জাকার্তায় সাততলা ভবনে আগুন, নিহত ১৭


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম কমপাস টিভির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সেন্ট্রাল জাকার্তা মেট্রো পুলিশের প্রধান সুসাত্যো পুরনোমো কন্দ্রো।.

পুলিশ প্রধান জানান, ভবনের প্রথম তলায় একটি ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া ছয়তলা পর্যন্ত পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পরও ভবনের ভেতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা, কারণ ভবনে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।.

এ ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের ঘোষণাও দিয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।. .

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ