• ঢাকা
  • বুধবার, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৪৮ পিএম
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র।.

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার মাত্র দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। এর আগে গত সোমবার ঢাকায় ভারতের হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছিল।.

দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় এই তলবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। তবে কী বিষয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।.

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ