বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী (সি-ব্লক) এলাকায় তুষার (২১) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।.
মঙ্গলবার দুপুরে নিজ কক্ষ থেকে তার দেহ উদ্ধার করা হয়।.
পরিবার জানায়, সকালে বাবা অফিসে গেলে বাসায় একা ছিল তুষার। দুপুরে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলছে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পুলিশে খবর দেওয়া হয়।.
নিহত তুষার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা সেনাবাহিনীর সদস্য।.
ঘটনাস্থল থেকে একটি ছোট চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা— “আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।”.
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানান।.
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জন (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ম’রদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।. .
Ajker Bogura / মো: সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: